গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ফেসবুক ফ্রেন্ডসদের নিয়ে ফেইসবুক ফ্রেন্ডস আড্ডা অনুষ্ঠিত হয়েছে।১৯ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বওলা বাজার কোবরার মোড়ে ফুড সার্কেলের এসেম্বলিং হলে ফেসবুক ফ্রেন্ডসদের এই আড্ডা অনুষ্ঠিত হয়।
সিদ্দিকুর রহমান তালুকদার এর উদ্যোগে, মোসাদ্দিক হুসাইন এর সঞ্চালনায় এই আড্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুরের সাংবাদিকতা জগতের উজ্জ্বল নক্ষত্র,ফুলপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক হৃদি মোতালেব।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক হৃদি মোতালেব বলেন,বর্তমান সময়ে সমাজসচেতনতার অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।সমাজের খুঁটিনাটি বিষয়গুলো নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কারণে আমরা খুব সহজেই সমাজের নানা অসঙ্গতি সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছি।কিন্তু শিক্ষিত সমাজের একটি বিশাল অংশ সমাজের এই খুঁটিনাটি অসঙ্গতি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করতে নারাজ।তাদেরকেও সম্পৃক্ত করতে হবে।আড্ডা অনুভুতি প্রকাশ করেন,এরশাদ আলী খান মাষ্টার,সায়েদুর রহমান ফকির সাখাওয়াত হোসেন তালুকদার,দেলোয়ার হোসেন উজ্জল সরকার,প্রমুখ।
আয়োজকরা তাদের বক্তব্যে বলেন ফুলপুরের মফস্বলের সাংবাদিকতায় সাংবাদিক হৃদি মোতালেব তার অভিজ্ঞতা,দায়িত্ব,সততা ও সংবাদের বস্তুনিষ্ঠতা এবং অনেক ঝুঁকিপূর্ণ বিষয়ের উপর অনুসন্ধানি প্রতিবেদন তৈরি করেন,এবং সত্যনিষ্ঠ সংবাদ ও সাহসী সাংবাদিক হিসেবে তাকে সম্মাননা জানানো হয়।সৌন্দর্য সাধক হিসেবে বুশরা পল্লীর রূপকার মোসাদ্দিক হুসাইনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।পরে চলে বিরিয়ানির আপ্যায়ন পর্ব এবং ফটো সেশন।