রাজশাহী ব্যুরোঃ নওগাঁর পোরশায় সেলিম(৩২)নামের এক চোর অটোভ্যান চুরি করে নিয়ে যাবার সময় এলাকাবাসী হাতেনাতে আটক করেছে ও পুলিশে সোপর্দ করেছে।
জানাযায়,গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামের সাইফ উদ্দিনের ছেলে আলমঙ্গীর হোসেন তার অটোভ্যান টি অন্যান্য দিনের ন্যায় বাড়ির ভিতরে চার্জে দেয়। শনিবার ভোরে তার বাড়ির দরজা কেটে ভ্যানটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল চোর সেলিমসহ তার সহযোগীরা। রাতে অটোভ্যান মালিক আলমঙ্গীর হোসেন ভ্যান টি চুরি হওয়া টের পেয়ে তার এলাকার বাসিন্দারা বন্ধু বান্ধব
আত্মীয়স্বজনকে কে জানালে সকলেই খুঁজতে থাকে। চোরটি ভোরে অটোভ্যান নিয়ে উপজেলার বিপ্রভাগ এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তার আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর সহযোগীতায় সেলিমকে হাতেনাতে আটক করে। টেরপেয়ে এসময় সেলিমের এক সহযোগী পালিয়ে যায়। পরে এলাকাবাসী সেলিমকে পোরশা থানা পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি চুরির মামলা হয়েছে।সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তার বিরুদ্ধে চুরি-ছিনতাই রোড ডাকাতিসহ একাধিক মামলা আসামি তাকে জিজ্ঞাসাবাদ করার পর জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি