মামুনুর রশিদ ,দিনাজপুর প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৩-২৫ মার্চ ৩ দিন ব্যাপী পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএরফ) অর্থায়নে ও পল্লী শ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে এবং দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু হাসপাতালে বিনামূল্যে বিশেষ চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু ক্যাম্পের আওতায় তৃণমূল পার্যায় দরিদ্র অসহায় ৩০ জন রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করে। এদের মধ্যে ২০ জন রোগীর ব্যবস্থাপত্রের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়। রোগীদের ছানি অপারেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ টি. জামান। অপারেশন পরবর্তীতে রোগীদের হাসপাতাল হতে ছাড় গ্রহণের সময় বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন ডাঃ ইলিয়াস আলী খান এডিন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের এডমিনিস্ট্রেশন ম্যানেজার মোঃ শফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী শ্রী সংগঠনের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল ও সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মাহফুজা নাজনীন এবং স্বাস্থ্য কর্মকর্তা মল্লীকা রায় ও অনুরাধা রানী রায়সহ স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে ডাঃ টি. জামান বলেন, চোখ হচ্ছে অমূল্য সম্পদ। চোখের যে কোন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যার চোখের আলো নেই তার কাছে দুনিয়া অন্ধকার। তাই চক্ষু সমস্যার ব্যাপারে সচেনতা অবলম্বন করা উচিত।
