রশিদুল ইসলাম রিপন,লালমনিহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে ১৪ মার্চ রবিবার সকাল ১১টায় লালমনিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ রেজাউল করিম স্বপন ও কাউন্সিলর বৃন্দের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক,লালমনিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন,লালমনিরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি একেএম কামরুল হাসান বকুল, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক শাহজাহান আলী প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিসমত আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান তুহিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম এবং ১, ২, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মিসেস বিউটি রহমান, ৪, ৫, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা বেগম, লালমনিরহাট পৌরসভার সচিব হাসানুজ্জামান বসুনীয়া, হিসাব রক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারী বাবুসহ লালমনিরহাট পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,স্থানীয় সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে দোয়া করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আতিকুর রহমান।