আশাশুনিতে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা: আশাশুনি উপজেলার কুল্যায় নদীর চরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টে জরিমানা জরা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

কুল্যা গ্রামের জনেথ চন্দ্র বিশ্বাসের পুত্র সুব্রত বিশ্বাস পার্শ্ববর্তী বেতনা নদীর চর থেকে এস্কেভেটর মেশিন দ্বারা মাটি কেটে প্রবাহমান চর ভরাটি জমিতে বাঁধ দিয়ে দখল করছিল। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় সুব্রত বিশ্বাসকে ৫০০০ টাকা জরিমানা করেন। সাথে সাথে কাজ বন্ধ করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ