চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার ওসি তদন্তের মোটর সাইকেলসহ আলাদা ৩টি বাড়ি থেকে এক রাতে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে উপজেলার নুরাবাদ ইউনিয়ন ৪নং ওয়ার্ড থেকে নুরাবাদ ইউপি সদস্য সুমন, দুলারহাট বাজার ব্যবসায়ী পল্লী চিকিৎসক কামরুল ও দুলারহাট থানার ওসি তদন্তে মোঃ আলাউদ্দিনের ভাড়া বাসা থেকে একই সাথে আলাদা বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
এক সঙ্গে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলসহ তিনটি মোটরসাইকেল চুরির ঘটনায় এলাকার বিভিন্ন স্থানের অন্যান্য মোটরসাইকেল মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।জানা যায়, বুধবার রাতে কোন এক চোর চক্র বাসায় কেচি গেইট ভেঙে রক্ষিত তিনটি মোটরসাইকেল নিয়ে যায়। যার মডেল হলো পালসার-১৫০ দুটি ও হোন্ডা লিভো একটি।
এ বিষয় দুলারহাট থানার ওসি মোঃ মোরাদ হোসেন জানান, চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।