আশাশুনিতে মাস্ক বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মিলন

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য আশাশুনির হাড়িভাঙ্গা মাস্ক বিতরণ করেন বিতরণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও  ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন। বৃহস্পতিবার সকালে আশাশুনি সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা বাজারে জনসাধারণের মধ্যে তিনি এ মাস্ক বিতরণ করেন। বিতরণ কালে ইউপি চেয়ারম্যান মিলন বলেন, মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় ধাপে নতুন রূপে দেখা দিয়েছে যার কারণে সংক্রমণের হার বেড়ে গেছে। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা ও মাস্ক ব্যবহারের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহিনুর আলম, সন্তোষ কুমার মন্ডল প্রমুখ। জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচারণামূলক মাইকিং করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ