নিউজ ডেস্কঃ গাজীপুর নারী সংগঠনের প্রতিষ্ঠাতা, শ্রীপুর উপজেলা মহিলা শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক, মাওনা পাবলিক কলেজের প্রভাষক ও আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা নূরে জান্নাত কামনা বিএসসি'র স্মরণে স্মরণ সভা ও রক্তঝরা মহান ২১ এর ভাষা শহীদদের স্মরণে আলোর দিশারী কুইজ প্রতিযোগিতার লটারি ও পুরস্কার বিতরণ করবে শ্রীপুরের বহুল আলোচিত ও প্রশংসিত শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন। আগামী ২৫ মার্চ-২০২১ খ্রীঃ বৃহস্পতিবার বিকেলে শ্রীপুরের মাওনা চৌরাস্তার পশ্চিম পাশে জান্নাত বিজনেস পয়েন্টে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শ্রীপুর পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোঃ আনোয়ার হোসেন বলেন, আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন জন্মলগ্ন থেকেই শিক্ষা, সমাজ, ধর্ম ও মানবতার কল্যাণে অবিরত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ ও মহান ২১ ফেব্রুয়ারী উপলক্ষে আলোর দিশারী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে গাজীপুর জেলার প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে আমরা ১০০ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ্। পাশাপাশি শ্রীপুরের একজন সফল আদর্শবান শিক্ষক ও নারীনেত্রী প্রভাষক নূরে জান্নাত কামনার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে। মরহুমা আমৃত্যু আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাই উনার আত্মার মাগফিরাত কামনায় সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রতিযোগীদের উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
