নওগাঁন রাণীনগরে ভুট্টাক্ষেত নষ্ট করার অভিযোগ

  
রাজশাহী ব্যুরোঃ নওগাঁর রানীনগরে দেড় বিঘা জমির ভুট্টাক্ষেত কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার মিরাট ইউনিয়নের কিসমত-হরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রোববার ইউনুছ আলী বাদী হয়ে প্রতিপক্ষ জাফের আলী, কাসেম আলীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের কিসমত-হরপুর গ্রামের মাঠে মৃত দশরত মৃধার ছেলে ইউনুছ আলী এবার দেড় বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। ওই জমি দীর্ঘদিন বর্গাচাষ করেন জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল গ্রামের আছির দপ্তরির ছেলে জাফের আলী, জাবেদ আলী ও কাশেম আলী। ইউনুছ আলী ভুট্টার চাষ করার পর থেকে প্রতিপক্ষ বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি ভুট্টা এবার ইউনুছ আলী ঘরে তুলতে পারবে না বলেও হুমকি দেওয়া হয়।


গত শনিবার রাতে দেড় বিঘা ভুট্টাক্ষেত কেটে বিনষ্ট করে দুর্বৃত্তরা। আর কয়েক দিন পর ভুট্টাগুলো জমি থেকে সংগ্রহের কথা ছিল। কিন্তু জমির সব ভুট্টা গাছের মাঝামাঝি কেটে ফেলা হয়েছে।

স্থানীয় চাষি রেজাউল ও মান্নানের অভিযোগ, রোববার সকালে নিজের খিরার ক্ষেতে গিয়ে দেখতে পান ভুট্টাক্ষেতের সব গাছ কেটে সাবাড় করা হয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে জমির মালিককে জানানো হয়।

ক্ষতিগ্রস্ত চাষি ইউনুছ আলী বলেন, অপর চাষির মাধ্যমে জানতে পেয়ে সকালেই ক্ষেতে গিয়ে দেখি, আমার ভুট্টাক্ষেতের সব গাছ কেটে সাবাড় করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই জমি নিয়ে একই এলাকার জাফের আলী, জাবেদ আলী, কাশেম আলী, জাবেদ আলীর ছেলে আমিনুল ও এনামুল (চাঁন), জাফের আলীর ছেলে মোরশেদসহ কয়েকজনের মধ্যে বিরোধ চলে আসছে। কয়েক দিন আগেও হুমকি দিয়েছিল তারা।\হঅভিযোগ অস্বীকার করে জাফের আলী ও জাবেদ\হআলী বলেন, ওই জমি আমাদের কেনা সম্পত্তি। ইউনুছ আলী জোর করে ওই জমি দখল করে ভুট্টা চাষ করে আসছে। নিজেই জমির ফসল নষ্ট করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

রানীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ