আমিও স্বপ্ন দেখি আমার কথা বর্ণলিপিতে হবে লেখা,
হৃদয়ের আকুতি ভরা কাব্যে থাকবে হাজারো শাখা-প্রশাখা।
এক বুক স্বপ্ন রাখি
রবি নজরুলের মত
গাইবো বাংলার গান,
সবুজে সমারোহে জুড়ায়
এ হৃদয়, জুড়ায় এ প্রাণ।
স্বপ্ন দেখি বাঙালির মনের তিথীরে
থাকবে আমার ভালোবাসার রেশ,
আমার কথা হবে বলা; বাঙলাতেই ভালো ছিলাম বেশ।
স্বপ্ন দেখি মুজিবের মতো
তুলে দাড়াবো মাথা
ইতিহাসের পাতায় রবে আমার বীরত্ব গাঁথা।
স্বপ্ন দেখি বায়ান্নর ভাষা শহীদের ন্যায় করিবো অধিকার আদায়।
একাত্তরের বীরের মতো বলবো; এ বাংলায় অন্যায়ের ঠায় নাই।
হাজারো স্বপ্ন বুনি প্রাণের দেশ থাকুক ভালো,
ঘরে ঘরে আসুক নেমে শিক্ষা-জ্ঞানের আলো।