পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় অর্থ আত্মসাৎ মামলায় সুকান্ত দাশ (৩৮) নামের এক যুবককে জেলহাজতে প্রেরণ করেছেন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। সে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকার বাড়ি এলাকার সুখদা রঞ্জন দাশের পুত্র বলে জানাগেছে। সোমবার (২২মার্চ) পটিয়া সিনিয়র জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট বিশ্বেশ্বর সিংহ এর আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন বলেন বাদী পক্ষে'র আইনজীবি এড.এনামূল হক বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানাযায়, সুকান্ত দাশ দীর্ঘদিন যাবৎ ঢাকার আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল্স লি: কোম্পানী পটিয়া উপজেলার এম আর হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু কোম্পানী'র ঔষুধ বিক্রির ২৮ হাজার তিনশত ৯১ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। কোম্পানী'র পক্ষে থেকে তাকে একাধিকবার পাওনা টাকা পরিশোধ করতে বলা হলেও সে উক্ত টাকা পরিশোধ করে নাই। ফলে গত ২০২০ সালে ১৪ ডিসেম্বর কোম্পানী'র পক্ষে রাম প্রসাদ সাহা বাদী হয়ে সিনিয়র জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট আদালত (পটিয়া) সি আর মামলা নং-৪২৫/২০ দায়ের করেন। এর প্রেক্ষিতে আসামী সুকান্ত দাশের বিরুদ্ধে আদালত গ্রেপ্তার পরোয়ানা জারি করলে সে পলাতক ছিল। গতকাল সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
