মোঃ ফিরোজ হোসাইন
রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে মাস্কপরা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছেন। মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন রাস্তার মোরে মোরে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম। এসময় স্বাস্থ্যবিধি না মানায় খাবারের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। সেইসাথে রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক পরিয়ে দিয়ে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়। এছাড়া মাস্কছাড়া বাড়ীর বাহিরে বের না হতে সর্ব সাধারণকে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, বেশ কিছুদিন থেকে বৈশিক করোনা মহামারির প্রাদুর্ভাব বেড়েগেছে। বহিঃবিশ্বের ন্যায় বাংলাদেশেও আক্রান্ত এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী সর্বসাধারণকে মাস্ক পরতে নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনার আলোকে এ অভিযান চালানো হলো।
