জেএফএ অনুর্ধ -১৪ নারী ফুটবলে পঞ্চগড় চ্যাম্পিয়ন

মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি  : জেএফএ অনুর্ধ -১৪ নারী ফুটবলে পঞ্চগড় চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্চগড়  ফাইনালে ১-০ গোলে রংপুর নারী ফুটবল দলকে হারিয়েছে। একমাত্র গোলদাতা পঞ্চগড়ের স্বপ্না।
আজ বিকেলে দিনাজপুর ষ্টেডিয়ামে    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় জেএফএ অনুর্ধ -১৪ নারী ফুটবল খেলায় পঞ্চগড় নীলফামারী অংশ নেয়। খেলার প্রথমার্ধে ২৩ মিনিটে স্বপ্না পঞ্চগড়ের হয়ে একমাত্র গোলটি করে।
খেলা শেষে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু ট্রফি বিতরন করেন।
 সভাপতিত্ব করেন ডিএফএর সভাপতি গোলাম নবী দুলাল। এসময় ডিএফএর সহ সভাপতি আব্দুস সাত্তার,সদস্য মোস্তাফিজুর রহমান দুলাল, ফাইমা ইসলাম কলি, এবং ঢাকা  থেকে আগত বাফুফের কর্মকতা রাহুল ও পাপ্পু উপস্তিত ছিলেন।
জেএফএ অনুর্ধ -১৪ নারী ফুটবল খেলায় রংপুর বিভাগের ৮টি জেলা নারী দল অংশ নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ