ডা.এম.এ.মান্নান,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: "মুজিব বর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার' শ্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার, ১ মার্চ ২০২১ খ্রি. দুপুর ২.০০ টায় ভূঞাপুর বীমা উন্নয়ন অফিসার্স এসোসিয়েশন-এর উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে আলোচনাসভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা বীমা উন্নয়ন অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা মঞ্জুরুল কাদের, সংগঠনের সভাপতি এমএ হান্নান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান, উপজেলা বীমা উন্নয়ন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মিয়া, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ।