কালীগঞ্জে বিয়ের দাবিতে মাদরাসা ছাত্রীর অনশন

লালমনিরহাট প্রতিনিধিঃ কালীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশনের খবর পাওয়া গেছে। গত বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার মদাতী ইউনিয়নের  ৬ নং ওয়ার্ডের গুটিরগোর গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রেমিকা মনিরাবাদ মাদরাসার নবম শ্রেনির ছাত্রী  এবং গুটিরগোর এলাকার মুরশিদুল হকের মেয়ে। প্রেমিক শফিউল ইসলাম শাকিল কাকিনা উঃ বাংলা কলেজের শিক্ষার্থী ও একই এলাকার সুজা মিয়ার ছেলে । 

স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মাঝে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলছিল। আর এ কারণে তাদের মধ্যে বিভিন্ন স্থানে একাধিকবার সাক্ষাৎ হয়। এখন ওই মেয়েকে দূরে সরিয়ে দেয়ার কথা শুনে প্রেমিকা  প্রেমিক শাকিলের বাড়িতে অবস্থান নিয়েছেন। পরে প্রেমিক ও তার অভিভাবকরা ওই মেয়েকে জোর করে বাড়ি থেকে বের করে দিলে প্রেমিকের চাচার বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা । 

প্রেমিকা কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রায় দুই বছর ধরে শাকিল  আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গেছে । সে আমার সর্বনাশ করেছে। আমি তার বাড়ীতে আসায় তার পরিবারের লোকজন শাকিলকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়ে আমাকে টানা হেচড়া করে বেড় করে দিয়েছে। আমি নিরুপায় হয়ে তার চাচার বাড়ীতে আশ্রয় নিয়েছি। আমাকে বিয়ে না করলে আমি এখান  থেকে কোথাও যাব না, প্রয়োজনে নিজের জীবন শেষ করে দেব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ