চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফারুক সরকার

মোঃ শাকিল আহমেদ, বিশেষ  প্রতিনিধি:সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার বেলা ১১ টায় সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। চৌহালী উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার এর সঞ্চালনে সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাহাব উদ্দিন ফরাজী, সিরাজগঞ্জ ৫ (চৌহালী- বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল , আ'লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, তাজ উদ্দিন আহমেদ ,নুর মোহাম্মদ চৌধুরী সন্জু ,ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার , নাসরিন আক্তার ও ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক রুবেল রানা ।

এসময় সভাপতি পদে তাজ উদ্দিন আহমেদ তাজ কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করেন এবং সাধারণ সম্পাদক পদে গোপন ভোটের মাধ্যমে বিজয়ী হোন ফারুক হোসেন সরকার ৷

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ