নিউজ ডেস্কঃ খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদকে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ আর তারই ধারাবাহীকতায় ১৪ই মার্চ বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিণ বাংলার সিংহ পুরুষ শেখ হেলাল উদ্দিন এমপি।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ সাধারণ সম্পাদক বাবু সুজিত অধিকারি ও কয়রা- পাইকগাছার অভিভাবক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি কে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপনে আজ আনন্দ মিছিল বের হয় মিছিলটি দেয়াড়া বাজার থেকে শুরু হয়ে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে শেষ হয়। উক্ত মিছিলে মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।