মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ জুবায়ের আলীর পরিচালনায় শোক প্রকাশ ও ভার্চুয়্যাল দোয়া মাহফিল ২১শে মার্চ ২০২১ ইং রোববার অনুষ্ঠিত হয়।
সদ্য প্রয়াত উপমহাদেশের প্রবীণ আইনজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী, বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল(অব:) রুহুল আলম চৌধুরী এবং কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় আলহাজ্ব আব্দুল গনি স্যারের মৃত্যুতে শোক প্রকাশ এবং বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মী ও দেশ বাসীর জন্য দোয়া করা হয়।
এতে, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি জনাব এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক জনাব আবু সুফিয়ান প্রিন্স সহ, বহির্বিশ্ব জা:ফো: কুলাউড়ার উপদেষ্টা মন্ডলি সহ সর্বস্থরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানান এবং তাদের জান্নাত প্রার্থনা করেন। পাশাপাশি দেশ ও প্রবাসে সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন।
