আত্রাইয়ে আত্রাই থানার ওসির উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন

মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে প্রতিটা বাজারে চুরি ঠেকাতে এবং নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ এগিয়ে চলছে। ওসি আবুল কালাম আজাদের উদ্যোগে উপজেলা সদর সাহেবগঞ্জ, শুকটিগাছা, নওদুলি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তীর্থভূমি পতিসর বাজারে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
 
এছাড়া বান্দাইখাড়া, ভবানীপুর, ভাঙ্গাজাঙ্গাল এবং সুদরানা বাজারে কাজ চলমান রয়েছে।

জানা যায়, উপজেলার প্রতিটা বাজারে কম-বেশি চুরির ঘটনা ঘটে থাকে। থানা প্রশাসনের পক্ষ থেকে জোর তদবির চালিয়ে তালিকাভুক্ত চোরদের ধরে আইনের আওতায় নিলেও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হয় না। এতে ক্ষতিগ্রস্থদের ক্ষতির বোঝা মাথায় নিয়ে চলতে হয়। আবার চুরির ঘটনাগুলো রাতে হওয়ায় বাজারে আলোর স্বল্পতা এবং সিসি ক্যামেরা না থাকার কারণে অনেক সময় কোন কুল কিনারা করা সম্ভব হয় না।

আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন করতে প্রতিটা দোকানের সামনে ও পেছনে বৈদ্যুতিক বাল্ব এবং পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় আনতে উদ্যোগ গ্রহণ করেছি। কেননা বাজারের নিরাপত্তা প্রহরীরা গরীব এবং বয়স্ক হওয়ায় তাদের পক্ষে সুষ্ঠভাবে পাহারার কাজ অসম্ভব হয়ে যায়। যে কারণে এ উদ্যোগ গ্রহণ করেছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ