মোঃ আওলাদ হোসেন, স্টাফ রিপোর্টার, দৌলতখান,ভোলাঃ গতকাল ৬ই মার্চ রোজ শনিবার বাংলার সোনার সন্তান, স্বাধীনতা যুদ্ধের সম্মুখ যোদ্ধা শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাজার যিয়ারত করেছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফাউন্ডেশনের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন এটি একটি সম্পূর্ণ অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।এই সংগঠনের মূল কাজ হলো দেশের আপামর জনগনের কাছে স্বাধীনতার স্বার্বোভৌমত্বের চেতনা জাগিয়ে তোলা।দেশের অনগ্রসর মানুষকে উন্নত করে তুলা।পিছিয়ে পরা জনগোষ্ঠীকে জাগিয়ে তুলা সহ ব্যাপক স্বেচ্ছাসেবা মূলক কাজ।
ফাউন্ডেশনের মহাসচিব বলেন,এর পর থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে কোন ধরনের ফিল্ম বা ডকুমেন্টারি বানাতে চাইলে শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফাউন্ডেশনের সাথে ও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করার ভিত্তিতে করবেন।
ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল বলেন,এটি একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও দূর্নীতি মুক্ত সংগঠন হিসেবে আমরা বিশ্বের দরবারে এটাকে দ্বার করাবো ইনশাআল্লাহ! এখানে কোন সদস্য কোন ধরনের লোভনীয় চিন্তা করলে দয়া করে আমরা বহিষ্কার করার আগে আপনি নিজেই স্বেচ্ছায় বহিষ্কার হন।কারন এখানে কোন ধরনের লোভনীয় ও দূর্নীতি টিকবে না।
শনিবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের দরুইন গ্রামে অবস্থিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি প্রাজ্ঞনে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের আপন ভাই মোঃ মোস্তাফিজুর রহমান, ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ কবির নূমান,সভাপতি মোঃ মিজানুর রহমান ভোলা জেলা শাখা, ভোলা জেলা শাখার সেক্রেটারী জেনারেল মোঃ শাহিন আলম, ভোলা জেলা শাখার দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ, দৌলতখান উপজেলা শাখার সদস্য মোঃ ফয়েজ খোকন,মোঃ আওলাদ হোসেন, মোঃ দিদার,মোঃ সোহাইল আলম,মোঃ মমিন হোসেন, মোঃ মাজহারুল ইসলাম,মোঃ বশির,মোঃ আমানউল্লাহ ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্য বৃন্দ প্রমুখ।