মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইলের জেলার কালিয়া উপজেলার চাপাইলে রাতের বেলা অবৈধ বালু উত্তোলনের দ্বায়ে রবিউল ইসলাম, ও সোহেল ব্যাপারী নামে দু ব্যাক্তিকে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৪ মার্চ ২০২১ তারিখ: রাতে এ রায় প্রদান করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলো রবিউল ইসলাম,পিরোজপুর জেলার নাজিরপুর থানার কলাবুনিয়া গ্রামের রুহুল আমীনের ছেলে ও সোহেল ব্যাপারী একই জেলার নেছারাবাদ থানার কাদিয়াগগন গ্রামের মৃত আঃ রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কারাদন্ড প্রাপ্ত রবিউল ও সেহেল ব্যাপারী অবৈধ ভাবে বালু উত্তোলন করায় তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলা নং ৮৩ ও ৮২/২০২১। ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বালু মহোল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১১ ও ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম, তাদের কে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।