সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে অবৈধ মেলা বন্ধ

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে অবৈধ মেলা বন্ধ

নারায়ণগঞ্জ,নিপনঃনারায়ণগ‌ঞ্জের সি‌দ্ধিরগ‌ঞ্জ থানার গোদনাইলের চৌধুরী বাড়ী ত্রলাকার জাইল্লা পাড়া
এলকায় ভ্রাম‌্যমাণ আদালতের অ‌ভিযানে  এক‌টি অ‌বৈধ মেলা বন্ধ ক‌রে হয়।। এ অ‌ভিযা‌নের নেতৃত্ব দেন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ও সি‌দ্ধিরগঞ্জ সা‌র্কেলে‌র সহকারী ক‌মিশনার (ভূ‌মি) রেজা মাসুম প্রধান।তি‌নি ব‌লেন, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল চৌধুরী বাড়ী ত্রলাকায় জাইল্লা পাড়া ব্রিজের ঢালে মাঠে ক‌য়েক‌দিন পূ‌র্বে ‌থে‌কে এক‌টি অবৈধ মেলা চ‌লছিলো।

 
অ‌বৈধ বিদ‌্যু‌ৎ সং‌যো‌গের মাধ‌্যমে এ মেলার সাউন্ড সি‌স্টেমের জোরালো আওয়াজে স্থানীয় জনজীবন অ‌তিষ্ঠ হ‌য়ে ও‌ঠে‌৷ করোনাকালে সরকারি অনুমোদন না থাকায় বুধবার উ‌চ্ছেদা‌ভিযান চা‌লি‌য়ে মেলা‌টি বন্ধ করে দেওয়া হয়।ভ্রাম‌্যমাণ আদালত‌কে সহ‌যো‌গিতা ক‌রেন সি‌দ্ধিরগঞ্জ থানা পু‌লি‌শের এক‌টি টিম।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ