তাহাদের তরে এইচ.এম হৃদয় হাসান মুন্নার

জাগরূক স্বরে আমি তাহাদের তরে 
বলিবো একটি কথা: তোমার অন্তর কেনো হয়না ব্যাথা দেখে গরিবের আর্ত?

কি করিতে তুমি যেথা ছিলো না কো ভূমি
ঐ অসীম নদে যদি মাঝি ভাই তোমায় 
ডুবিয়ে মারতো?

আজ অট্টালিকায় খুব সোহাগে ঘুমিয়ে আছো প্রেম পরাগে। নিয়েছো কি খোঁজ তারা করেছে কি ভোজ?

যারা তোমার সুখের স্বর্গ গড়তে নিয়েছিলো 
মাথায় ঝুড়ি। হয়তো বলবে বিনিময়ে আমি তাদের দিয়েছিলাম রোজ পাঁচশো কুড়ি। 
জাগরূক স্বরে আমি তাহাদের তরে 
বলিবো একটি কথা :

যদি তোমায় দিতো অর্থ ছিলো যতো শক্তি সামর্থ
ইট দিয়ে করিতে কি বোঝাই তোমার মাথা? 
ভিক্ষুক দেখিলে ঘৃণা তবো মনে।
তাড়িয়ে দেও যারা প্রতি ক্ষনে ক্ষনে। 
জাগরূক স্বরে আমি তাহাদের তরে 
বলিবো একটি কথা :

যদি ভিক্ষুক উধাও হইয়া যায়
তবে যাকাতের টাকা তুমি কেমন করিয়া পূরণ করিবে হায়?

পথশিশু পথ-পাগল দেখিলে তবো ঠাট্টা করিয়া লও ইতর নোংরা কতো কি বলিয়া তাদের প্রশংসা জানাও। জাগরূক স্বরে আমি তাহাদের তরে বলিবো একটি কথা :

পাগলের জায়গাটা তারা পূরণ করিয়াছে বলেই
তুমি সাধু হলে হায়।
যদি অপূর্ণ থাকিতো পথশিশুর জায়গাটা তোমারি জন্য তবে কি করিতে হায়?
একটু বলিবে আমায়?

ভ্যান চালক, রিকশা চালক, কুলি, মজুর যতো
যারা তাহাদের সাথে ব্যবহার করো অপদার্থের মতো। জাগরূক স্বরে আমি তাহাদের তরে 
বলিবো একটি কথা :

কেনো তাহাদের জন্য তোমার হিয়া হয়না কভু ব্যাথা? যদি এসব ক্ষুদ্র ফেরেস্তাগুলো না থাকিতো তবে কি করিয়া হায় তুমি বইতে এতো বড় বোঝা? 

ভদ্রবেশী এইসব জানোয়ার আছে যারা,
একটু কর্ণ পাতিয়া তবে শুনিয়া লও তাহারা।
তোমাদের তরে আমার কেবলই একটি কথা 
ভেবে কি দেখেছো তোমাদের জন্য করিতেছে অপেক্ষা কাফনের সাদা কাঁথা। 

তোমাদের তরে আমার কেবলই একটি কথা 
কেনো গরিবের দুঃখে তোমাদের অন্তর হয়না কভু ব্যাথা?

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ