মোঃ রবিউল হোসাইন সবুজ:"মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে কুমিল্লা জেলার লাকসাম উপজেলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাকসাম উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় সোমবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনায়েত উল্ল্যাহ, উত্তরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লাাকসাম উপজেলা শাখার সভাপতি কাজী মাসউদ আলম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, অর্থ সম্পাদক নুরুল আলম সুমন, আইন বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল হক, নির্বাহী সদস্য অঞ্জন সাহা, মোঃ আহসান উল্ল্যাহ, ফরহাদ ইসলাম রনি, শাহ্ মোঃ নুরুল আলম, আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- যে সকল পন্য কিনবেন তার গায়ে তারিখ মেয়াদ এবং মুল্য লেখা আছে কিনা তা সঠিক নিরুপন করা এবং ভেজাল পন্য হলে তা উপজেলা প্রশাসন কে অবগত করতে হবে।
পণ্য কিনে গ্রাহক হয়রানি হলে ভোক্তাধিকার আইনের মাধ্যমে প্রতিরোধ ও প্রতিকার করতে হবে।
নিজে সচেতন হয়ে ভেজাল বিরোধী অভিযানকে সফল করার আহবান করা হয়।