রাজশাহীতে ২টি বাসে আগুন দিয়েছে হরতাল সমার্থক হেফাজত

নিউজ ডেস্কঃ  মহানগরীর শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম জানান, রোববার সকালে নগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।  

ওসি বলেন, "স্থানীয়রা বাসে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এতে কেউ হতাহত হয়নি।"

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, "হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেওয়া হয়েছে কিনা তা আমরা নিশ্চিত নই। কারণ বাস দুটি ট্রাক টার্মিনালের ভেতর ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ