শার্শায় সাতমাইলে পায়ে ব্যান্ডেজ দেখিয়ে ফেনসিডিল বহন প্রাইভেটকার সহ গ্রেপ্তার- ২

মোঃ ফজলুর রহমান  শার্শা প্রতিনিধি: (যশোর): ডান পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দুই হাতে ক্রেচ রেখে পঙ্গু সেজে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় পাচারকারীদ্বয় জামাল হোসেন(৩৩) ও প্রাইভেট চালক আজিজুল(২৬) কে ৪৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে শার্শা থানা পুলিশ দল।
.
শার্শা থানা সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপপুরের দিকে শার্শা থানায় গোপন সংবাদ আসে, উপজেলার বাগআঁচড়া ইউনিয়নাধীন সাতমাইল নামক স্থানে গরুর হাটার সম্মুখ থেকে মাদক পাচার কারীরা একটি প্রাইভেট কার যোগে ফেন্সিডিল বহন করার প্রস্তুতী নিচ্ছে। সংবাদ টি পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বদরুল আলম খান এর নির্দেশে এএসআই রবিউল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য অনুযায়ী যথাস্থানে অভিযান চালায়।
.
রাস্তার পাশে দাড়িয়ে থাকা প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করে বসেন এএসআই রবিউল ইসলাম।প্রাইভেট কারের অভ্যন্তরে ডান পা ব্যান্ডেজ অবস্থায় বসা জামাল নামের ঐ ব্যাক্তিকে দেখতে পায় পুলিশ দল। বেশ কিছুক্ষন যাবৎ আসামী জামালের সাথে পুলিশ দলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ব্যান্ডেজ করা স্থানে ৪৮ বোতল ফেন্সিডিল আছে বলে সে স্বীকার করে। এরপর তাকে প্রাইভেট কারসহ শার্শা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ফেন্সিডিল বহনকারী জামালের পা থেকে ব্যান্ডেজ সরিয়ে অভিনব কায়দায় রাখা ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ