আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি:    আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা কর্মকর্তা ডাঃসুদেষ্ণা সরকারের সভাপতিত্বে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন অফিসের WHO এর প্রতিনিধি ডাঃ মোঃ আমানত উল্লাহ। সভায় বক্তারা কোভিড-১৯ ভ্যাকসিন এবং সদ্য সমাপ্ত হাম-রুবেলা ক্যাম্পেইন ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান ও উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ