ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:টাংগাইলের নাগরপুরে তামাক,বিড়ি,মাদক ও জদ্দা বিরোধী আন্দোলনের প্রথম সারির সংগঠন শান্তিমুখর জনপদের উদ্যোগে তামাক/মাদক বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার,১১ মার্চ ২০২১ খ্রি.সকালে সহবতপুর ইউনিয়নের জাংগালিয়া বাজার সহ নাগরপুর উপজেলার বিভিন্ন বাজারে,মোড়ে তামাক/মাদক বিরোধী পথসভা অনুষ্ঠিত হয় শান্তিমুখর জনপদের উদ্যোগে।
সারাদিন ব্যাপি তামাক/মাদক বিরোধী পথসভায় গুরুত্বপৃর্ন বক্তব্য প্রদান করেছেন- শান্তিমুখর জনপদের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াছ কুদরত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রৌশনারা মাসুদা সহ শান্তিমুখর জনপদের বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।