মোহনগঞ্জে ভুমিহীন কৃষকদের মাঝে কবুলিয়ত জমির মালিকানার কাগজপত্র হস্থান্তর

আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার মোহনগঞ্জে অসহায় গরীব ভুমিহীন কৃষকদের মাঝে চলমান খাস জমির কবুলিয়তের নামজারীর আবেদনসহ ডি সি আর ও প্রয়োজনীয় কাগজপত্র  হস্তান্তর করা হয়েছে। 

রবিবার বেলা ১টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দু-দিন ব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে ভুমি অফিসের তথ্য/চিত্র প্রদর্শনী স্টলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান কবুলিয়তের কাগজ-পত্রাদি ১৫ জন ভুমিহীন কৃষকদের মাঝে হস্থান্তর করেন।
 
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) নাজনীন সুলতানা, ইউনিয়ন ভুমি অফিসের উপসহকারী কর্মকর্তা মোঃসেলিম ইউসুফ,সাদিকুর রহমান,মাহবুব আলম,উজ্জল দত্ত,আঃরাজ্জাক,আমিনুল ইসলাম চৌধুরী এছাড়াও ভুমি অফিসের বিভিন্ন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ