চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সাঞ্চাডাঙ্গা -চাপাডাঙ্গা যুব সংঘের উদ্যোগে আট দলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন এর বাগের মাঠে অনুষ্ঠিত ফাইনালে চৌগাছা ভলিবল দল পরাজিত করে কায়েমকোলা ভলিবল দল কে। খেলা পরিচালনা করেন চৌগাছা সরকারি কলেজ এর ক্রিড়া শিক্ষক জাফর ইকবাল লিটন এবং জামির হোসেন। খেলা দেখতে দূর দূরান্ত থেকে বাগের মাঠে ভিড় করেন শত শত দর্শক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)