আফজাল হোসেন চাঁদ : করোনাকালীন লকডাউনের ৪র্থ দিনে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান ভ্রাম্যমান আদালতে দু'টি দোকানে ২০হাজার টাকা জরিমানা আদায় করেছেন। করোনাকালীন লকডাউনের মধ্যে সরকারি আইন অমান্য করে, শনিবার দুপুর ১২টার সময় পৌর সদরের সোনালী মার্কেট সংলগ্ন ইমু ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক্স ও পুরাতন আদ-দ্বীন রোডের ট্রান্সকম ইলেক্ট্রনিক্সকে ১৮৬০ এর দন্ডবিধি মোতাবেক ২৬৯ ধারার আওতায় এনে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতে ১০হাজর টাকা করে দু'টি দোকানে সর্বমোট ২০হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই (নিঃ) আনিসুর রহমান, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মুক্তার আলী ও আব্দুল মুজিদ।