শার্শায় অগ্রিম ধান ঘরে তুলতে বড় ব্যস্ত ইউপি সদস্য মোজাম্মেল গাজী

বিস্তীর্ণ ফসলের মাঠ

মোঃ ফজলুর রহমান  শার্শা-প্রতিনিধি
: বিস্তীর্ণ মাঠে কাঁচা পাকা ধানের শীষ গুলো কৃষকের স্বপ্ন হয়ে জেনো ঝুলে আছে যশোরের শার্শার ০৮ নং বাগাআচড়া ইউনিয়নের ০৮ নং টেংরা ওয়ার্ডের গজালী বিল থেকে ছবিটি তোলা বৈশাখের দ্বিতীয় দিনে সকাল ছয়টার দিকে বিল এলাকায় আগামা লাগানো পাকা ধান কাটতে শ্রমিকদের সাথে কাস্তে হাতে বড় ব্যস্ত ০৮ নং বাগাআচড়া ইউনিয়নের  ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোজাম্মেল গাজী   তিন বলেন করোনায় কঠোর লকডাউন থাকায় বাইরের জেলা থেকে শ্রমিক আসতে না পারায় এলাকায় শ্রমিক সংকটের আশঙ্কায় ঠিকমতো পাকা ধান ঘরে তোলা সম্ভব না আমি মনে করি ।  দূরত্ব ধান ঘরে তুলতে আমি নিজেই শ্রমিকদের সাথে থেকে কাজ করছি তিনি আরো বলেন গত বছরের তুলনায় এ বছর রাসায়নিক সার কীটনাশক শ্রমিক সহ সার্বিক ব্যয় প্রতি বিঘা জমিতে বিশ থেকে  পঁচিশ হাজার টাকা তাই এবছর ধান কম করে লাগিয়েছি ধানের দাম মণ প্রতি  এক হাজার টাকার নিচে এলে কৃষকের লস হওয়ার সম্ভাবনা বেশি ।মৌসুমের প্রথম ধানের দাম ভালো পাওয়া গেলেও সরবরাহ বাড়লে কমে যায় ধানের দাম তাই কাঙ্খিত বাজার নিশ্চিত করতে এখন থেকে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান এলাকার চাষীদের।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ