মোঃএরশাদ হোসেন রনি, মোংলা: মোংলায় ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের সকল ধরণের দোকানপাট আংশিক খোলা রেখেছে ব্যবসায়ীরা। এদিকে সকাল ৮ থেকে বিকেল ৪টা কিংবা রাত ৮ টা পর্যন্ত থেকে সকল ধরণের দোকানপাট পুরোপুরো খোলা রাখার দাবীতে শহরে লকডাউন বিরোধী মৌন প্রতিবাদ জানিয়েছেন তারা। এরপর মোংলা বন্দর বণিক সমিতির নেতৃবৃন্দসহ শতাধিক ব্যবসায়ী তাদের এ দাবী উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের কাছে উত্থাপন । মোংলা বন্দর বণিক সমিতি সাধারণ সম্পাদক কামরুল হাসান খোকন বলেন, অন্যান্য দোকানপাটের (মুদি, কাঁচা বাজার) মত আমাদের সকল দোকানপাট স্বাস্থ বিধি মেনে খোলা রাখার দাবী জানাচ্ছি। তবে তাদের এ দাবীর বিষয়টি প্রত্যাখান করে সরকার ঘোষিত বিধি নিষেধ মানার জন্য তিনি সকলের প্রতি আহবাণ জানিয়েছেন।
এদিকে লকডাউন কার্যকরে প্রশাসনের কর্তাদের মাঠ পর্যায়ে তেমন কোন তদারকী চোখে পড়েনি।