হুইপ শামসুল হক চৌধুরী'র হস্তক্ষেপ কামনা পটিয়ায় সাংবাদিক এর বড় ভাইকে হত্যার হুমকি'র অভিযোগ

পটিয়া  (চট্টগ্রাম)  প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়ায় পুর্বশক্রুতার জের ধরে গত ৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার সময় কর্মস্থল থেকে কাজ শেষে  দৈনিক আলোকিত বাংলাদেশ পএিকার পটিয়া প্রতিনিধি সাংবাদিক  মোঃ গোলাম কাদের  বাড়িতে ফেরার পথে পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড  গোলামুর রহমান বাড়ি সংলগ্ন  এলাকায় সন্রাসীরা এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সাংবাদিক  গেলাম কাদের  এর বড় ভাই মোঃ নুর কাদের 

বাদী হয়ে ৫ এপ্রিল  পটিয়া থানায় ৪ জনের  বিরুদ্ধে   একটি হত্যার চেষ্টা  মামলা নং ০৭/২১ ইং দায়ের করে।  উক্ত মামলার জের ধরে  বিবাদীগনের পক্ষ নিয়ে  ৬ এপ্রিল দুপুর ২ টায় এবং বিকাল সাড়ে ৫ টায় মোঃ নুর কাদের কে মামলা প্রত্যাহার না করলে স্বরপরিবারকে জানে মেরে ফেলার হুমকি দেয়  রওশন আকতার মুন্নী। এসংক্রান্ত বিষয়ে প্রতিকার প্রার্থনা করে নুর কাদের জীবনের নিরাপত্তা চেয়ে  পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। সুএে জানাযায়, সাংবাদিক গেলালাম কাদের  পরিবারের সাথে মুন্নী গং এর মধ্যে পুর্বের থেকে  জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে পটিয়া থানায় ও উপজেলার চেয়ারম্যান মধ্যেস্তায় বৈঠক করে সমাধান করা হয়।এছাড়াও উক্ত বিরোধী জায়গা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু প্রতিপক্ষরা তা  না মেনে সাংবাদিক এর উপর হামলা করে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সাংবাদিক এর বড় ভাই নুর কাদের মামলা দায়ের করলে থাকেও হত্যার হুমকি ধামকি দিচ্ছে বলে জানাগেছে । নুর কাদের বিষয়টি পটিয়ার এমপি ও  জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী সুদৃষ্টি কামনা করেছে। বর্তমানে সাংবাদিক গোলাম  কাদের এর পরিবার  চরম নিরাপত্তারহীনতায় রয়েছে বলে সাংবাদিক গোলাম কাদের পিতা মোঃ ইসমাইল জানান। তারা এবিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার হস্তক্ষেপ কামনা করেন। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ