লকডাউনে বিদ্যুৎ বিল দিতে গ্রাহকদের উপচে পড়া ভীড়!

মোঃআরিফুল ইসলাম অনিক জয়পুরহাট (পাঁচবিবি)উপজেলা প্রতিনিধি: সরকারি ঘোষণা অনুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া  ঘরের বাইরে যাওয়া নিষেধ।আর এই ঘোষণার সুযোগে পল্লীবিদ্যুত বিল দিতে উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে, পাঁচবিবি পল্লী বিদ্যুত অফিসে।সকাল এগারোটার দিকে দেখা যায় প্রচুর গ্রাহক বিদ্যুৎ বিল দিতে জোনাল অফিসে লাইনে দাঁড়িয়ে আছে।প্রশাসনের ভয়ে মুখে মাস্ক থাকলেও ছিলনা কোন শারিরীক দূরত্ব! 

যেখানে মানুষ ঘর থেকে বেরুলেই সংক্রমণের আশংকা করা হচ্ছে সেখানে এভাবে লাইনে দাড়িয়ে বিল পরিশোধ করা কতটা নিরাপদ?
প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা যেভাবে বাড়ছে তাতে করে জনগণের এমন অবাধ চলাফেরা নিয়ন্ত্রণ না করলে দেশ মৃত্যুপুরী হওয়ার ঘোর আশংকা রয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করা উচিৎ বলে অনেকে মনে করেন।আজ লক ডাউনের দ্বিতীয় দিন চলছে,কিন্তু জনসাধারণের মাঝে তেমন কোন উল্লেখযোগ্য সচেতনতা লক্ষ্য করা যায়নি।শহর ব্যতীত সাধারণ বাজার গুলো করোনা ভাইরাস কে উপেক্ষা করেই চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ