তানভীর আহমেদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর,মুজিবনগরে মোনাখালি গ্রামের স্মৃতি কর্মকার (৩০) নামের (হিন্দু সম্প্রদায়ের) দুই সন্তানের জননী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
গতকাল রাতে নিজ ঘরের ফ্যান এর সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যা কারি মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের ৩ নং ওয়ার্ড দক্ষিন পাড়ার বিপুুল কর্মকারের স্ত্রী। স্থানীয়রা জানান, বিপুল নিজ গ্রামে কামারের কাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের ভিতরে সংসারিক অশান্তি খুব একটা ছিল না,তবে কি কারনে সে আত্মহত্যা করল তা তাদের জানা নেই।
পারিবারিক সূত্রে জানা গেছে স্মৃতি কর্মকার ও তার স্বামী বিপুল কর্মকার এবং তাদের দুই সন্তান বিল্টু( ৭) ও মেয়ে জ্যোতি (৪) কে নিয়ে রাতের খাবার খেয়ে এক ঘরে ঘুমিয়ে পড়ে, পরে রাত পাশের ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।