লোহাগড়া বাজার থেকে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন সহ আটক দুইজন

মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃনড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ১৫০কেজি পলিথিনসহ  দুই জনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ৬/এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া বাজারের গরুহাটা থেকে এএস আই বাচ্চু,ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার দুঘুরদিয়া গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে রমজান বিশ্বাস, এবং একই থানার নাইলেরডাংগা গ্রামের মাজেদুলের ছেলে সোনারুল কে ১৫০ কেজি নিষিদ্ধ পলিথিন সহ আটক করেছে। 

আটককৃতরা জানান, তারা মাগুরা জেলার নহাটা এলাকার মেসার্স খান এন্টারপ্রাইজ এর  কর্মচারী যার মালিক সাজ্জাদ খাঁন, ইয়াদ আলি খাঁন, ও সুজাদ খাঁন,তারা এই প্রতিষ্ঠানের কর্মচারী। মালিকের অডারে লোহাগাড়ায় পলিথিন দিতে এসেছিলো।লোহাগড়া থানার তদন্ত ওসি মো:মাহমুদুর রহমান বলেন, সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ