চক্ষু কেন বাঁকা- ডি এম ইব্রাহীম হোসেন


এক দেশে ,,,,,,,,,, দুই বেশে

শিক্ষক সমাজ বিভক্ত,

সরকারী আর বেসরকারী 

দুই নামে পরিচিত !!

সরকারী ,,,,,,,,, বেতন ভুক্ত 

তবু কেনো বেসরকারি,

বেতন ভাতার ,,,,,,,, বৈষম্য 

নিত্য শুনি আহাজারি !!

এক দেশে ,,,,,,,,,,,, দুই নীতি 

কেমন রীতিনীতি,

কারিকুলাম ,,, একই জানি

একই বোর্ডের শিক্ষার্থী !!

দুই কানে ,,,,,,,,,,, শুনি ঠিক

এক সুরে বাজে,

দুই চোখে ,,,,,,,, দেখি কিন্তু 

এক রকম সাজে !!

পানির গতি ,,,,,,,, নিম্নমুখী 

থাকে সমান্তরালে,

আগুন কিন্তু ,,,,, উর্ধ্বমুখী 

দাহ্য পেলে জ্বলে !!

আগুন পানি ,,, উপযোগী 

যখন যেটা লাগে,

ব্যবহার বিধি জানা ভালো 

সর্ব কাজের আগে !!

কারিগর ,,,,,,,,,,, গড়ে যাহা 

মনে মনে আঁকে,

ভুল পথে ,,,,,,,,,,, পা' দিলে

পড়ে ঘূর্ণিপাকে !!!


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ