কেশবপুর হাডুডু খেলায় দুপক্ষের সংঘষে আহত ১১


কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলায় দু'পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমানসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার সাগরদত্তকাটি মধ্যপাড়ায় এঘটনা ঘটে। এদের মধ্যে ১০ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান, বিদ্যানন্দকাটি গ্রামের কামরুজ্জামান, মির্জাপুর গ্রামের আবু মুসা, পাত্রপাড়ার নয়ন, সাগরদত্তকাটি গ্রামের সুমন হোসেন, মইনুল হোসেন, মনোহরনগর গ্রামের আলী হাসান, মজিদপুর গ্রামের রিয়াদ হোসেন, মাদারডাঙ্গা গ্রামের মাসুদ হোসেন ও শহিদুল ইসলাম। 
প্রত্যক্ষদশীরা জানায়, ৮ দলীয় হাডুডু টুর্ণামেন্টে উদ্বোধন ও পুরস্কার বিতরণের অতিথি নির্বাচন নিয়ে আয়োজক কমিটির দু'গ্রুপের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ওই সংঘর্ষ শুরু হয়। ফাইনাল খেলায় বুুুড়ুলি দল খুলনার চুকনগর দলকে ২-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নহয়। কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাচন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আহত ১০ জনকেহাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে ২ জনকে খুলনায় রেফার্ড করা হয়। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ