মেহেরপুরে ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি উল্টে ৩ জন আহত

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী বাজারে ‌ ইঞ্জিন চালিত ভ্যান গাড়ি উল্টে চালকসহ ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন- গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জালশুকা গ্রামের রবগুল হোসেনের ছেলে আলগামন চালক মিনারুল ইসলাম (৩৫), একই গ্রামের আলতাব হোসেনের জেসমিন খাতুন  ও সিদ্দিকুর রহমানের ছেলে যাত্রি শাহিন হােসেন।

আজ সকালে গাংনী-হাটবােয়ালিয়া সড়কের গাংনী উপজেলা শহরের বাজারের সবজি আড়তের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান জালশুকা গ্রামের শাহিনসহ ৮জন শ্রমিক একটি শ্যালােইঞ্জিন চালিত ভ্যান এ তামাকের কাজের জন্য একই উপজেলার ধর্মচাকী গ্রামে যাচ্ছিলেন।

তারা গাংনী বাজারের কাঁচা আড়তের কাছে পৌঁছালে গাড়ি চালক শাহিনের পরনের লুঙ্গি গাড়ীর বেল্টের সাথে জড়িয়ে যায়। এ সময় গাড়ীটি উল্টে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় লােকজন আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ