৭৫ টি পরিবারের মাঝে রামজানের ইফতার সামগ্রী বিতরণ

আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্ৰামের মানবতার সেবায় পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশন  এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রেট ভিশনের সাবেক সভাপতি জনাব এইচ এম ফয়ছল আহমদ এর অর্থায়নে পবিত্র রমজান মাসকে সামনে রেখে গ্রামের হতদরিদ্র, নিম্ন আয়ের ৭৫ টি পরিবারকে রামজানের ইফতার সামগ্রী, চাল, ডাল,চানা,তেল ইত্যাদি সহ নগদ অর্থ দান করাহয়।

উপস্থিত ছিলেনঃ জাহাঙ্গীর আলম (সাধারণ সম্পাদক), কবির আহমদ (ক্রিড়া সম্পাদক),আবজল হোসেন (সহ সাংগঠনিক সম্পাদক), কাউসার আহমদ (ধর্ম বিষয়ক সম্পাদক), আলী  হোসেন(সহ ক্রীড়া সম্পাদক),মাজহারুল হক( সহ অর্থ সম্পাদক), ফেরদৌস আহমদ রিয়াদ (সহ অফিস সম্পাদক),এ বি এম আসিফ(সহ পাঠাগার সম্পাদক), জিয়াদ বিন মাসুদ আরিফ(সহ ছাত্র কল্যাণ সম্পাদক),জাবির আহমদ(সহ সাহিত্য সম্পাদক),নাহিদ আহমদ(পাঠাগার সম্পাদক),মাজেদ আহমদ(সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক)। সদস্যঃমুজাহিদুল ইসলাম,আশরাফ আহমদ,মাহাদি আহমদ এবং সিব্বির আহমদ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ