রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দীন

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট বাসীকে  পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দীন।  পবিত্র এ মাসটি উপলক্ষে আজ মঙ্গলবার  (১৩  এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি সিলেটসহ ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশের আকাশে এদিন চাঁদ দেখা যাওয়ায় আগামী বুধবার  (১৪ এপ্রিল ) থেকে রমজান মাস শুরু হচ্ছে।
তিনি বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।
 
আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ