মেহেরপুর প্রতিদিন থেকে অব্যাহতি নিলেন যুগ্ম সম্পাদক চিফ রিপোর্টারসহ ৩ জন

তানভীর আহমেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার একমাত্র দৈনিক পত্রিকা "মেহেরপুর প্রতিদিন" এর যুগ্ম সম্পাদক আল আমিন, চিফ রিপোর্টার মর্তুজা ফারুক রুপক ও স্টাফ রিপোর্টার ফয়সাল আহম্মেদ অব্যাহতি চেয়েছেন।  পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে মেহেরপুর প্রতিদিন এর যুগ্ম সম্পাদক আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে মেহেরপুর প্রতিদিন এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সেই সাথে জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ এর মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও নিজের হোমিও ব্যবসার সাথেও জড়িত। এমতাবস্থায় মেহেরপুর প্রতিদিন এর যুগ্ম সম্পাদক এর দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছে। তাই সেচ্ছায় অব্যাহতি নিয়েছে।চিফ রিপোর্টার রুপক জানান, ব্যক্তিগত কর্মব্যস্ততার কারনে চিফ রিপোর্টারের পদ থেকে অব্যাহতি নিয়েছি।

মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক ইয়াদুল মোমিনের সাথে  যোগাযোগ করা হলে তিনি আমাদের জানিয়েছেন-অব্যাহতির বিষয়ে আমি কিছু জানি না, যেহেতু তারা আমার দপ্তরে কোন অব্যাহতির কাগজ জমা দেয়নি তাই আমি এই অব্যাহতির বিষয়ে কিছুই জানিনা।
তবে ইয়াদুল মমিন জানিয়েছেন প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বাধীনতা আছে কেউ যদি পদত্যাগ করে সেটা তার ইচ্ছা তবে আমি এখন পর্যন্ত কোনো অব্যাহতি পত্র হাতে পাইনি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ