জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু হোসেন সিএসপি (৩২) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জাহান।

নিহত আবু হোসেন সদর উপজেলার ভেটি এলাকার আসাদ মিয়ার ছেলে। তিনি পৌর শহরের পুর্ব বাজারে চায়ের দোকান করতেন। 

ওসি আলমগীর জাহান জানান, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এসময় ওই আবু হোসেন হঠাৎ করে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায় । 

ওসি আরো জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আত্নহত্যা করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ব্যাপারে রেলওয়ের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে   প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ