টাঙ্গাইলে মাটি চাপা পড়ে কবির নামে এক শ্রমিকের মৃত্যু

মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু 
ডা.এম.এ.মান্নান 
টাংগাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলে পৌর এলাকায় কুপ খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে মো. কবির মিয়া (৩৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার কাগমারা মেছের মার্কেট এলাকার করিম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।নিহত কবির দেলদুয়ার উপজেলার গোমজানি এলাকার মো. আফাজ উদ্দিনের ছেলে।

কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, করিমের বাড়িতে কুপ খুড়তে ওই তিনজন শ্রমিক আসেন। কুপ খোড়ার শেষ পর্যায়ে উপর থেকে মাটির চাপ কবির মিয়ার উপরে পড়ে। এসময় এলাকাবাসী বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে মাটির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ