![]() |
| চাঁদাবাজির মামলায় তিন আসামী আটক |
কুড়িগ্রাম প্রতিনিধিঃ আটকৃতরা হলেন, উপজেলার রাণীগঞ্জ নয়াবশ এলাকার মোঃ শাহিন মিয়া (২৪), মোঃ মোস্তফা কামাল (১৯), মোঃ নজরুল ইসলাম (৪০)।
জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের নয়াবশ এলাকায় নদী শাসনের কাজে নিয়োজিত এস.এস ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন এর নিকট চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় কন্সট্রাকশনের সুপার ভাইজার সুশান্ত বিশ্বাস ও বাবুচী মিন্টু মিয়াকে বেধরক মারপিট করে। বাবুর্চী মিন্টু মিয়া বর্তমানে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।পরে কন্সট্রাকশনের প্রজেক্ট ম্যানজার আনোয়ার হোসেন থানায় মামলা করেন। যার মামলা নং-০৫।
আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরন করার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।
