নওগাঁর আত্রাইয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

মোঃ ফিরোজ হোসাইন ,রাজশাহী ব্যুরো:  নওগাঁর আত্রাইয়ে নওগাঁ জেলা পরিষদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সন্ধ্যায় আত্রাই নতুন বাজার বণিক সমিতি,এ কার্যক্রম প্রচারণা পরিচালনা করেন। নওগাঁ জেলা পরিষদের পক্ষে প্রচারণায় নেতৃত্ব দেন নওগাঁ জেলা পরিষদের সদস্য ও আত্রাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি এম এ মজিদ মিঠু।

উক্ত হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিটন,সহ বণিক সমিতির সদস্যবৃন্দ। নওগাঁ জেলা পরিষদের সদস্য ও আত্রাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি এম এ মজিদ মিঠু বলেন, করোনাভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতেই প্রচারণা চালানো হচ্ছে। এ ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। বরং সবাইকে সচেতন হতে হবে। তাই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩৫০ জন দোকানদারদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিরতণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ