দ্বিতীয় দিনের লকডাউন চলছে গাংনিতে

দ্বিতীয় দিনের লকডাউন চলছে গাংনিতে

তানভীর আহমেদ, মেহেরপুর প্রতিনিধি:করােনার মহামারীর কারণে সরকার ঘােষিত দ্বিতীয় দিনের লকডাউন চলছে মেহেরপুরের গাংনীতে ।গাংনী উপজেলা শহরের দােকান-পাট বন্ধ থাকলেও সড়কে মানুষ ও ছােট ছােট যানবাহন চলছে যথারীতি।

লকডাউনের প্রথম দিন। অর্থাৎ সােমবার সকালে গাংনী বাজারের দােকান-পাট খােলার দাবীতে ব্যবসায়ি ও দােকান কর্মচারীরা প্রতিবাদ ও বিক্ষােভ করেছিলেন। 
পরে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী তাদের সরকারী নির্দেশনার প্রতি শ্রদ্ধা রাখার পরামর্শ প্রদান করেন। সে থেকে ব্যবসায়ি ও কর্মচারীরা তাদের বিক্ষোভ তুলে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ