আশরাফ আলী ফারুকী,স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে রবিবার রাতে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। নিহত আছমা(৩০) যশরা ইউনিয়নের বীরবখুরা গ্রামের আঃবাতেনের মেয়ে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী রসুলপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ইউনানি চিকিৎসক সবুজ মিয়া শিবগজ্ঞ বি-দাস স্কুলের পাশে আবুল কালামের ভারাবাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।সবুজ মিয়া রবিবার সন্ধ্যায় বাড়িতে প্রবেশ করে দেখে তার স্ত্রী ফাঁসিতে ঝুলছে।এ সময় তিনি ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জরো হয়।পরে এলকাবাসী গফরগাঁও থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌছে লাশ উদ্ধার করে।নিহত আছমার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশের উপ-পরিদর্শক আহসান হাবীব।
গফরগাঁও থানার অফিসার ইন চার্জ অনুকূল সরকার বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।