ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জয়দরকান্দীতে ২টি প্রতিবন্ধীকে সহায়তা প্রদান করেছে সরাইলের গৌরবময় অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন 'যুব খান ফাউন্ডেশন'।
বুধবার ( ১৪ এপ্রিল) সকালে সরাইল থানার একেবারে শেষ সীমানায় অবস্থিত জয়দরকান্দী গ্রামে গিয়ে প্রতিবন্ধী পরিবারের জন্য ১ মাসের খাবার সহায়তা প্রদান করা হয়।জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার জয়দরকান্দী গ্রামের মোঃ সুফিকুল মিয়া জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধী অবস্থায় আছেন ও মোঃ আবু বক্কর মিয়া পেশায় একজন ব্যাবসায়ী ছিলেন কিন্তু গত কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় ওনার পা ও কোমরে আগাত পেয়ে কর্মক্ষম হয়ে পড়েছেন।
"যুব খান ফাউন্ডেশন" এর সদস্য মোঃ মোবারক খান এর মাধ্যমে "জেকেএফ" কর্তৃপক্ষ অবগত হলে সকলের সম্মতিক্রমে এ পরিবার ২ টি কে ১ মাসের করে খাবার প্রদান করা হয়। এসময়, উপস্থিত ছিলেন "যুব খান ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান, সদস্য মোঃ মোবারক খান, ফয়জুল ইসলাম শ্রাবন ও জয়দরকান্দী এলাকার বিশিষ্ট শালিস কারক মোঃ খলিলুর রহমান মাদারী, মোঃ আরিফ সহ এলাকার অনেকেই।